ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ষষ্ঠীর পূজায় শুরু শারদীয় দুর্গোৎসব

ষষ্ঠীর পূজায় শুরু শারদীয় দুর্গোৎসব

মহাষষ্ঠীর পূজার মধ্য দিয়ে আজ (রোববার) থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব—শারদীয় দুর্গাপূজা।

সারাদেশে পূজা মণ্ডপগুলো সেজে উঠেছে রঙে, আলোয় ও ভক্তিমায় পরিবেশে। উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে মন্দির প্রাঙ্গণজুড়ে।

শ্বশুরবাড়ি কৈলাস (স্বর্গলোক) থেকে কন্যারূপে দেবী দুর্গা পিতৃগৃহে বেড়াতে মর্ত্যলোকে আসছেন। এবার তিনি আগমন করছেন গজে (হাতি) চড়ে—যা শান্তি ও সমৃদ্ধির বার্তা বহন করে। বিদায় নেবেন দোলায় (পালকি)—যা কিছুটা দুঃসংবাদের ইঙ্গিত বলে বিবেচিত।

আজ পূর্বাহ্ণে (সকাল ৯টা ৫৮ মিনিটের আগে) অনুষ্ঠিত হবে দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা। সন্ধ্যায় (সায়ংকালে) দেবীর আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে মর্ত্যে দেবীর আগমনের আনুষ্ঠানিক সূচনা হবে।

শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া অনুষ্ঠিত হয়েছে ২১ সেপ্টেম্বর। এর মধ্য দিয়ে শুরু হয় দেবীপক্ষ। আর আজ দুর্গাষষ্ঠীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দুর্গাপূজার মূল আয়োজন। আগামীকাল সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী, বুধবার মহানবমী এবং বৃহস্পতিবার উদযাপিত হবে বিজয়া দশমী।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির তথ্য অনুযায়ী, এবার সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর এই সংখ্যা ছিল ৩১ হাজার ৪৬১টি। সেই হিসেবে এবার সারাদেশে ১ হাজার ৮৯৪টি পূজা বেশি অনুষ্ঠিত হচ্ছে।এছাড়া ঢাকা মহানগরে এবার পূজা অনুষ্ঠিত হবে ২৫৯টি মণ্ডপে, যা গত বছরের তুলনায় ৭টি বেশি।

শারদীয় দুর্গোৎসব,উৎসব,শুরু,ষষ্ঠী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত