ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন: সিইসি

সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন: সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, সুষ্ঠু সুন্দর ভোট করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।

‎রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে নির্বাচনী সংলাপে উদ্বোধনী ভাষণে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে অনেক কাজ সম্পন্ন করেছি। তারমধ্যে বিশাল একটা ভোটার তালিকা তা বাড়ি বাড়ি গিয়ে শেষ করেছি। নারী ভোটার ব্যবধান কমিয়েছি। ৯টি আইন আমরা সংশোধন করছি। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেওয়ার অনেক কিছু এগিয়ে নিয়েছি।

তিনি আরও বলেন, আইটি সাপোর্ট পোস্টাল ব্যালট অনেক পরীক্ষা করার পরে আমরা তা হাতে নিয়েছি। ভোটে ১০ লক্ষ মানুষ কাজ করে। তারা ভোট দিতে পারেন না। আমরা এবার সবার ভোটের ব্যবস্থা করব। যারা হাজতে আছে তাদের ভোটের ব্যবস্থা করব।

এদিন সকাল ও বিকেল—দুই পর্বে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। কমিশন সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সুশীল সমাজের ২৬ জন প্রতিনিধির সঙ্গে প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় দফায়, দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১৫ থেকে ১৭ জন শিক্ষাবিদের সঙ্গে সংলাপে বসবে কমিশন।

সুষ্ঠু নির্বাচন,প্রস্তুতি,নির্বাচন কমিশন,সিইসি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত