অনলাইন সংস্করণ
১৪:৩১, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঁচটি থানার ভবন নির্মাণ কাজের উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি মহল শান্তিপূর্ণভাবে যাতে দূর্গাপূজা উদযাপন না হয় সেই চেষ্টা চালাচ্ছে। এই মহলই খাগড়াছড়িতে অস্থিরতার ঘটনাগুলো ঘটাচ্ছে।
তিনি উল্লেখ করেন, ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এসব ঘটনা সংঘটিত হচ্ছে। ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সেখানে সরাসরি বিষয়টি দেখাশোনা করছেন এবং স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করছেন।
তিনি আরও বলেন, কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপর থেকে গুলি করেছে এবং এসব অস্ত্র বাইরের দেশ থেকে আসে। এই সমস্যার মোকাবেলায় সবার সাহায্য ও সহযোগিতা প্রয়োজন।
দূর্গাপূজা সম্পর্কে তিনি বলেন, গতকাল থেকে বড় ধর্মীয় উৎসব শুরু হয়েছে। এই সময় কেউ যেন কোনও বিশৃঙ্খলা সৃষ্টি না করে এবং রাস্তা বন্ধ না করে, সেই বিষয়টি নিশ্চিত করতে সবাইকে সহায়তা করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পাহাড়ে আটকে পড়া পর্যটকদের বিষয়ে তিনি জানান, অধিকাংশ পর্যটককে ফিরিয়ে আনা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ পুলিশের অতিরিক্ত আইজিপি, ডিআইজি ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।