ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, টানা ৩ দিন বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে নিম্নচাপ, টানা ৩ দিন বৃষ্টির আভাস

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং এ অবস্থায় দেশজুড়ে ৩ দিন বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে আবহাওয়াবিদ হাফিজুর রহমান এই তথ্য জানান।

তিনি বলেন, সাগরে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর এটি উপকূল অতিক্রম করতে পারে। ফলে আগামী শনিবার পর্যন্ত সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবা/এসআর/২৫

বঙ্গোপসাগর,নিম্নচাপ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত