ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মিরপুরে হঠাৎ গুলি ছুড়ে আতঙ্ক তৈরি, বাসে আগুন

মিরপুরে হঠাৎ গুলি ছুড়ে আতঙ্ক তৈরি, বাসে আগুন

রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি এবং আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাতটার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছে।

বাসটির চালক জানান, সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন লোক হাতের সংকেত দেখিয়ে বাস থামানোর নির্দেশ দেন। বাস থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেয় তারা। এরপর যাত্রীরাও ভয়ে বাস থেকে নেমে যান। এ সময় দুর্বৃত্তরা বাসের সামনের কাচে কয়েক রাউন্ড গুলি ছুড়ে এবং বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমান গণমাধ্যমকে জানান, সম্প্রতি এই বাস কোম্পানিটি থেকে কিছু কর্মী ছাটাই করা হয়েছে। ছাটাই হওয়া কর্মীদের মধ্যে কিছু ব্যক্তি ক্ষুব্ধ হয়ে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার সঠিক কারণ উদঘাটন সম্ভব হবে।

রাজধানী,মিরপুর,আগুন,বাস,গুলি,আতঙ্ক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত