অনলাইন সংস্করণ
১৪:১৮, ০৫ অক্টোবর, ২০২৫
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে একমত না হয়, তাহলে কমিশন একাধিক বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব দেবে।
রোববার (৫ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বাস্তবায়ন প্রক্রিয়ার বিষয়ে ছয়টি প্রস্তাব দেওয়া হয়েছিল। এই প্রস্তাবগুলোর মাধ্যমে যদি একটি সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছানো যায়, তাহলে কমিশন সেটি অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপন করতে পারবে।
তিনি আরও বলেন, ১৭ সেপ্টেম্বরের আলোচনার বিষয়গুলো বিশেষজ্ঞদের কাছে অবহিত করা হয়েছে এবং তাদের পরামর্শ অনুযায়ী প্রস্তাবনাগুলো পুনর্বিবেচনা করা হয়েছে।
তিনি প্রত্যাশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলো যদি দলগত স্বার্থের বাইরে সম্মিলিতভাবে কোনো প্রস্তাব দিতে পারে, তবে সেটি দ্রুত বাস্তবায়নের পথে এগোতে পারবে। কমিশনের লক্ষ্য হচ্ছে, ১৫ অক্টোবরের আগে বাস্তবায়ন প্রক্রিয়া শেষ করা। নির্বাচনী প্রক্রিয়া এবং রাজনৈতিক দলগুলোর কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়েও কমিশন সচেতন।
আলী রীয়াজ বলেন, জনগণ এই দেশে তাদের প্রাণ দিয়ে একটি জবাবদিহিমূলক রাষ্ট্রের স্বপ্ন রেখেছেন। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য রাজনৈতিক দল ও কমিশনকে মিলিতভাবে কাজ করতে হবে। শুধু সনদ স্বাক্ষর করাই যথেষ্ট নয়; রাষ্ট্রের কাঠামোগত সংস্কার নিশ্চিত করা এবং নাগরিক অধিকার রক্ষা করাই শেষ লক্ষ্য।