ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ভোটে অনিয়ম পেলে শাস্তির বিধান রেখে ইসির গেজেট প্রকাশ

ভোটে অনিয়ম পেলে শাস্তির বিধান রেখে ইসির গেজেট প্রকাশ

আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে ভোটের দায়িত্ব থাকা যেকোনো ব্যক্তির অনিয়ম নজরে এলে এখন থেকে সরাসরি নির্বাচন কমিশনই (ইসি) শাস্তি দিতে পারবে। এক্ষেত্রে বরখাস্ত থেকে শুরু করে জেল-জরিমানাও হতে পারে এমনটিই জানানো হয়েছে নতুন অধ্যাদেশে।

রোববার (৫ অক্টোবর) নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন- ১৯৯১ সংশোধন করে এমন বিধানের অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি।

এর আগে ১৮ সেপ্টেম্বর নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন- ১৯৯১ সংশোধনে ইসির দেওয়া ওই প্রস্তাব অনুমোদন করে সরকার।

নতুন আইনে ‘নির্বাচন কর্মকর্তা’ বলতে বোঝানো হয়েছে ভোট সংশ্লিষ্ট সব দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকেরিটার্নিং অফিসার, প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তার পাশাপাশি দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যও এতে অন্তর্ভুক্ত।

এদিকে এ আইনে ৫ ধারা সংশোধনের ফলে আগের অনেক বেশি ক্ষমতা পেল ইসি। যার ফলে আগে অনিয়ম প্রমাণ হলেও নির্বাচন কমিশন (ইসি) সরাসরি শাস্তি না দিয়ে নিয়োগকারী কর্তৃপক্ষকে শুধু সুপারিশ পাঠাত। যার ফলে বাস্তবায়নে সময়ক্ষেপণ হতো। গাইবান্ধা উপনির্বাচনে অনিয়মের ঘটনায় শাস্তির সুপারিশ দেওয়া হলেও তা কার্যকর হয়নি।

নতুন এ আইন কার্যকরের ফলে ইসিই সরাসরি ব্যবস্থা নিতে পারবে। কমিশনের সিদ্ধান্ত অন্য কোনো আইনের চেয়ে অগ্রাধিকার পাবে, ফলে অনিয়মকারীদের বাঁচার সুযোগ আর থাকবে না।

এছাড়াও এ আইনে ধারা পাঁচের আগের চারটি উপ-ধারা সংশোধনের সঙ্গে নতুন আরও উপ-ধারা যুক্ত করা হয়েছে।

আবা/এসআর/২৫

ভোট,অনিয়ম,শাস্তি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত