অনলাইন সংস্করণ
১৯:০৭, ০৭ অক্টোবর, ২০২৫
ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতী চাল এবং যুক্তরাষ্ট্র থেকে ৫০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, চাল ও গমের স্বল্পতা হোক সেটি কোনোভাবেই সরকার চায় না। যদিও চাল, গম নিয়ে শঙ্কা নেই; তবে সরকারের গুদামে থাকলে সুবিধা। সরকারের গুদামে মজুত বাড়ানোর জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার (০৭ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা জানান, আজ বিভিন্ন পরিমাণ ডিএপি, ইউরিয়া সার কেনার অনুমোদন দেয়া হয়েছে। ঢাকা এবং ময়মনসিংহ বিভাগে বৈদ্যুতিক বিতরণ এবং সঞ্চালনের জন্য দু’টি প্যাকেজ অনুমোদন দেয়া হয়েছে। আগারগাঁওয়ে একটি ডাটা সেন্টার করার অনুমোদন দেয়া হয়েছে।
সরকার চীন থেকে ২০টি ফাইটার জাহাজ কিনছে কিনা এমন প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান উপদেষ্টা।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র সফরে আইএমএফ, এডিবি, এআইডিবি, বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা হবে। আইএমফের পাইপলাইনে আরও কিছু টাকা আছে। বিশ্বব্যাংকের সঙ্গে দু’টি চুক্তি হবে। এবারের সফরে মূলত ফলোআপ, নেগোসিয়েশনের ব্যাপার নয়; ভবিষ্যৎ পরিকল্পনা জানানো হবে। নতুন সরকার আসার পর মেজর ডিসিশন নেবে, সেটাই অন্তর্বর্তী সরকারের অবস্থান।
অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি ১৪ ছিলো সেখান থেকে নামিয়ে ৮ এ আনা হয়েছে। এই কাজ অনেক কঠিন ছিলো। ফুড, নন ফুড আইটেম সবক্ষেত্রেই মূল্যস্ফীতি কমাতে কাজ চলছে।
তিনি আরও বলেন, সরকার কোনো অপব্যয় করছে না। নতুন গাড়ি দেয়া হচ্ছে না, সরকারি সব উৎসব বন্ধ রাখা হয়েছে। সরকারি চাকরিজীবীদের বেতন দিতে সমস্যা হচ্ছে, এ কথা ঠিক নয়।