ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত রোডম্যাপ শুক্রবারের মধ্যে’

‘জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত রোডম্যাপ শুক্রবারের মধ্যে’

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ জানিয়েছেন, আগামী শুক্রবারের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের ‘চূড়ান্ত রোডম্যাপ’ সরকারকে দেওয়া সম্ভব হবে।

বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনার সূচনা বক্তব্যে তিনি এই কথা বলেন।

আলী রীয়াজ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সার্বিক ঐকমত্য তৈরি হয়েছে। এখন লক্ষ্য হলো, গণভোটের পথে অগ্রসর হওয়ার প্রক্রিয়া ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপগুলো নির্ধারণ করা।

তিনি বলেন, “গত আলোচনাগুলোতে আমরা যে অগ্রগতি করেছি, তাতে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে একটি অভিন্ন অবস্থানে পৌঁছেছি। আজকের আলোচনায় আমরা বাকি বিষয়গুলো নিষ্পত্তি করতে পারব বলে আশা করছি। গোটা দেশ অপেক্ষা করছে, আমরা সবাই মিলে এমন একটি ঐকমত্যে পৌঁছাবো যাতে জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের পথরেখা নির্ধারিত হয়।”

কমিশনের পক্ষ থেকে তিনি আরও বলেন, বৈঠকে যদি কোনো সুনির্দিষ্ট ও সুস্পষ্ট প্রস্তাব আসে, সেটিই সরকারকে উপস্থাপন করা হবে। কমিশন চায়, সেটাই বাস্তবায়িত হোক। “গণভোটের ক্ষেত্রে আমরা সবাই একমতে পৌঁছেছি, এখন দরকার আইনি ও সাংগঠনিক প্রস্তুতি,” যোগ করেন তিনি।

আলী রীয়াজ জানান, কিছু রাজনৈতিক দল ‘নোট অব ডিসেন্ট’ জমা দিয়েছে, যা কমিশন বিবেচনায় নিচ্ছে। “সব দলের অবস্থান এক নয়। জনগণের সম্মতি যেন সচেতনভাবে নেওয়া হয়, সে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি,” বলেন তিনি।

তিনি আরও জানান, যদি রাজনৈতিক দলগুলো গণভোট অনুষ্ঠানের একটি সময়সীমা নির্ধারণ করতে পারে, তবে কমিশনের কাজ আরও সহজ হবে। “আমরা আশা করছি, আজকের বৈঠকেই বাস্তবায়নের চূড়ান্ত কাঠামো নির্ধারণ করতে পারব। প্রয়োজনে এক বা দুই দিন সময় লাগতে পারে। তবে ১০ অক্টোবরের মধ্যে আমরা সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ দিতে চাই,” বলেন আলী রীয়াজ।

তিনি বলেন, “আমরা চাই, আগামী ১৫–১৬ অক্টোবরের মধ্যে আনুষ্ঠানিকভাবে জাতীয় সনদে স্বাক্ষরের একটি অনুষ্ঠান আয়োজন করতে পারি। সেটাই আমাদের লক্ষ্য।”

শুক্রবারের মধ্যে,চূড়ান্ত রোডম্যাপ,জুলাই সনদ বাস্তবায়ন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত