ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ইনফরমাল শ্রমিকদের আইনের আওতায় আনার কাজ চলছে: উপদেষ্টা

ইনফরমাল শ্রমিকদের আইনের আওতায় আনার কাজ চলছে: উপদেষ্টা

শ্রমিকদের পাওনা না দিয়ে কোনো মালিককে আরাম-আয়েশে থাকতে দেয়া হবে না—এমন হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, কাজের জায়গায় হেনস্তা, বিশেষ করে নারী শ্রমিকদের ওপর হেনস্তার বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে এবং শ্রমিকদের ব্ল্যাক লিস্ট করা যাবে না; যদি কোনো মালিক এ ধরনের কাজ করেন তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন শ্রম উপদেষ্টা।

সভায় তিনি বলেন, মাতৃত্বকালীন ছুটি বাড়ানো হয়েছে এবং সরকারের লক্ষ্য ইনফরমাল শ্রমিকদের আইনের আওতায় আনা—এই বিষয়টিতে কাজ চলছে। তবে ভবিষ্যতে নির্বাচিত সরকারকেও এ বিষয়টি গুরুত্বসহকারে নেওয়ার আহ্বান জানান তিনি।

উপদেষ্টা আরও উল্লেখ করেন, শ্রম মন্ত্রণালয় গত কয়েক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে; যদিও শ্রমিকদের দাবি-দাওয়া ও অসন্তোষ রয়েছে, সরকার কিছুটা হলেও তা লাঘব করতে সক্ষম হয়েছে। তিনি নতুনভাবে গজিয়ে ওঠা কিছু শ্রমিক নেতার প্রতি সতর্ক করে বলেন, যারা পরিস্থিতি বিভ্রান্ত করতে চায় তাদের বিরুদ্ধে সিনিয়র শ্রমিক নেতারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, বিভিন্ন সময়ে মালিক পক্ষের করা প্রায় ৪৮ হাজার মামলা withdrawn (উইথড্র) করা হয়েছে এবং আগামীতে কোনো মালিক শ্রমিকদের ব্ল্যাকমেইল বা ব্ল্যাকলিস্ট করতে পারবে না। তিনি মালিকদের অগ্রাধিকারের বদলে শ্রমিকদের অধিকার সুনিশ্চিত করার আহ্বান জানান।

আলোচনা সভায় উপস্থিত অতিথিরা শ্রমিকদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরে সরকারকে কার্যকর নীতিমালার পরামর্শ দেন।

সভায় অংশগ্রহণকারীরা বলছেন, শ্রমিকদের ভৌত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, কর্মক্ষেত্রে যৌন হেনস্তা প্রতিরোধ ও মাতৃত্বকালীন ছুটিসহ অন্যান্য সুবিধা বাস্তবায়নই বর্তমান কর্মনীতি হওয়া উচিত।

সভায় আরও উপস্থিত ছিলেন শ্রম অধিকার সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

নিষিদ্ধ ঘোষণা,শ্রমিক ব্ল্যাকলিস্ট,মাতৃত্বকালীন ছুটি,বৃদ্ধি পাচ্ছে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত