অনলাইন সংস্করণ
২০:৩১, ০৯ অক্টোবর, ২০২৫
সরকার ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ সংশোধনের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইনে ইতিমধ্যেই দেওয়া দণ্ডও বাতিল করবে। একই সঙ্গে তদন্তাধীন মামলাগুলোও বাতিল হবে।
আজ বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের ৫০ ধারা সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়।
বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বৈঠকের সিদ্ধান্ত জানান।
খসড়ায় বলা হয়েছে, রহিত করা ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩১ ধারার অধীনে কোনো আদালত বা ট্রাইব্যুনালে নিষ্পন্ন অথবা পুলিশ বা অন্যান্য কর্তৃপক্ষের কাছে তদন্তাধীন মামলা বাতিল হবে। এছাড়া এই ধারার অধীনে দেওয়া দণ্ড ও জরিমানা বাতিল বলে গণ্য হবে।