অনলাইন সংস্করণ
২১:০২, ০৯ অক্টোবর, ২০২৫
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) শুল্ক-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে, মঙ্গলবার (৭ অক্টোবর) প্রায় ৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বেলাল হোসাইনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। ওই মামলার পরদিনই (৮ অক্টোবর) তাকে ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে ওএসডি করার প্রস্তুতি নেয় মন্ত্রণালয়, যা পরবর্তীতে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, বেলাল হোসাইন তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৪ কোটি ৬০ লাখ ১৯ হাজার ৭১৩ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দুর্নীতির মাধ্যমে এসব সম্পদ অর্জন করলেও তা প্রকাশ না করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন।
দুদকের অভিযোগ অনুযায়ী, বেলাল হোসাইন মোট ৪ কোটি ৯৭ লাখ ৫১ হাজার ৩৯৬ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ জ্ঞাত আয়বহির্ভূতভাবে অর্জন করেছেন।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনাল এনবিআরের অধীনে একটি আধা-বিচারিক প্রতিষ্ঠান। সংস্থাটি মূলত কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সংক্রান্ত আপিল শুনানি ও নিষ্পত্তি করে।
ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট আপিল শুনানি পরিচালনা এবং রায়ের মাধ্যমে কর সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি করেন।