অনলাইন সংস্করণ
২১:৪২, ০৯ অক্টোবর, ২০২৫
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, গণমাধ্যমের মালিক ও সম্পাদকদের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। তাদের কৃতকর্ম প্রকাশ্যে আসা প্রয়োজন।
বৃহস্পতিবার ঢাকায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) অডিটোরিয়ামে ‘গণমাধ্যমে জুলাই ও তারপর’ শীর্ষক প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে পিআইবি।
মাহফুজ আলম বলেন, নতুন মিডিয়া নিয়ে অনেকের মধ্যে হাহাকার দেখা যাচ্ছে। আমি যতদিন দায়িত্বে আছি, নতুন মিডিয়া চালু রাখব। কেউ পুরনো বয়ান ফিরিয়ে আনার চেষ্টা করলেও তা সফল হবে না। কথার বিপরীতে কথা হবে, সমালোচনার বিপরীতে সমালোচনা হবে—এটাই গণতান্ত্রিক ভারসাম্য। যারা সাংবাদিকতা করেছেন সংগ্রাম করে, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলেন, পিআইবি জুলাই মাসে সংবাদপত্রগুলোর কাজ নিয়ে গবেষণা করেছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই। টেলিভিশনগুলোর কাজ নিয়েও একইভাবে গবেষণা করার প্রয়োজন আছে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ বলেন, জুলাইয়ে যা ঘটেছে তা কোনো বিশৃঙ্খলা নয়, বরং গণঅভ্যুত্থানেরই এক রূপ। বিপ্লব কোনো ডিনার পার্টি নয়—এটি ছিল জনগণের জাগরণের প্রকাশ। ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠলে আবারও গণঅভ্যুত্থান হতে পারে।
তিনি বলেন, একাত্তর ও জুলাই—দুই সময়েই মানুষ রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য। এখন আমাদের নতুন বয়ান তৈরি করতে হবে, ইতিহাসের পুনর্মূল্যায়ন করতে হবে। বাংলাদেশ এখন স্বাধীন রাষ্ট্র, কেউ আর একত্রে ফিরে যেতে চায় না।
চিন্তাবিদ ও লেখক সলিমুল্লাহ খান বলেন, সংবিধান বারবার সংশোধিত হয়েছে, এখন নতুন সংবিধান নেওয়ার ভয় দেখা দিয়েছে। তিনি প্রশ্ন করেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান কি আসলে বিপ্লব ছিল না? জুলাইয়ের ঘটনাকে একসময় মৌলবাদীদের বিপ্লব বলে প্রচার করা হতে পারে, কিন্তু এটি ছিল গণমানুষের জেগে ওঠা।
তিনি বলেন, পৃথিবীর অনেক বিপ্লবেই হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু জুলাইয়ের পর বাংলাদেশে তা হয়নি। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসও মজা করে বলেছেন, ‘আমার তো দাড়ি নেই, তালেবানের সরকার কীভাবে হলাম!’
গবেষক ও লেখক সাইমুম পারভেজ বলেন, শেখ হাসিনার শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন রাজনৈতিক কর্মীরা, এরপর সংবাদকর্মীরা। সাংবাদিকরা কেউ কেউ ক্ষমতাসীনদের পক্ষে লিখেছেন, কিন্তু অনেকেই পেশাগত দায়িত্ব পালনের সময় হামলা ও হয়রানির শিকার হয়েছেন।
অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ স্বাগত বক্তব্য দেন এবং সভাপতিত্ব করেন পিআইবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ফিরদৌস আজিম।