ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাইবার নিরাপত্তায় সব বিমানবন্দরে বেবিচকের ১০ দিকনির্দেশনা

সাইবার নিরাপত্তায় সব বিমানবন্দরে বেবিচকের ১০ দিকনির্দেশনা

ইউরোপের একাধিক আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক সাইবার হামলার প্রেক্ষিতে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। নিরাপত্তা জোরদারে সংস্থাটি ১০টি বিশেষ নির্দেশনা পাঠিয়েছে সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে।

বেবিচকের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খানের স্বাক্ষরিত নির্দেশনাপত্রটি বৃহস্পতিবার দেশের সব বিমানবন্দরের প্রধান এবং সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। এতে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি তথ্য সুরক্ষায় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, নিয়মিত সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস আপডেট, মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন সক্রিয় রাখা, অফিসিয়াল ইমেইল ব্যবহার এবং গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাকআপ সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।

পাশাপাশি অপরিচিত ইমেইল, সামাজিক যোগাযোগমাধ্যমের সন্দেহজনক লিংক ও অ্যাটাচমেন্ট থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বেবিচক সূত্র জানায়, গত মাসে সংস্থার কুর্মিটোলা কার্যালয়ে সাইবার হামলার ঝুঁকি ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ইউরোপের বিভিন্ন বিমানবন্দরে হামলার ঘটনায় ফ্লাইট পরিচালনা বন্ধের উদাহরণ তুলে ধরা হয়। বৈঠকের পর বাংলাদেশেও আগাম সতর্কতা জারি করে বেবিচক, যাতে কোনো ধরনের সাইবার ঝুঁকি বা তথ্য ফাঁসের আশঙ্কা না থাকে।

বেবিচকের ১০ দিকনির্দেশনা,সব বিমানবন্দর,সাইবার নিরাপত্তা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত