ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

আজ ১১ অক্টোবর, আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। কন্যাশিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে এ দিবসটি গুরুত্বসহকারে পালন করা হয়। ২০১২ সাল থেকে প্রতি বছর এ দিনটি উপলক্ষে বিভিন্ন দেশে সচেতনতামূলক কর্মসূচি, আলোচনা সভা ও নানা সাংস্কৃতিক আয়োজন করা হয়।

এ বছরের প্রতিপাদ্য—"দ্য গার্ল, আই এম, দ্য চেঞ্জ লিড: গার্লস অন দ্য ফ্রন্টলাইনস অব ক্রাইসিস"—এই বার্তার মধ্য দিয়ে কন্যাশিশুরা কেবল ভবিষ্যতের নয়, বর্তমানেরও নেতৃত্বে থাকতে পারে—এ কথা তুলে ধরা হয়েছে।

কন্যাশিশুদের প্রতি বৈষম্য দূর করা, তাদের সম্ভাবনার বিকাশে সহায়ক পরিবেশ তৈরি করা, এবং নেতৃত্ব দেওয়ার সক্ষমতা গড়ে তোলাই এই দিবসের মূল উদ্দেশ্য। ২০১১ সালের ১৯ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের এক প্রস্তাবের মাধ্যমে দিবসটি ঘোষণা করা হয়, যা ২০১২ সাল থেকে পালিত হয়ে আসছে।

কন্যাশিশু,আন্তর্জাতিক,দিবস,কন্যাশিশু দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত