অনলাইন সংস্করণ
২০:১৩, ১৪ অক্টোবর, ২০২৫
এয়ার হোস্টেস জারিন জাবিনের সঙ্গে আবু ত্বহা মুহাম্মদ আদনানের সম্পর্কের অভিযোগের পর তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার তাদের ছবি প্রকাশ করেছেন।
সোমবার (১৩ অক্টোবর) রাতে সাবিকুন নাহার ফেসবুকে একটি পোস্টে এ বিষয়টি জানান।
পোস্টে তিনি আবু ত্বহা মুহাম্মদ আদনানের শিক্ষা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ থেকে জারিন জাবিনের ছবিও প্রকাশ করেন।
সাবিকুন নাহার লিখেছেন, তার অতীতের ভুল ও কলঙ্ককে সামনে এনে ভক্তরা তাকে অপরাধী হিসেবে দেখাতে চাচ্ছেন, কিন্তু আসল অপরাধী হলো বর্তমান ব্যক্তি। তিনি প্রশ্ন করেন, কত মেয়ের সঙ্গে তার স্বামী কথা বলবেন, পিক নেবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, এবং কত বছরের মধ্যে এসব চলবে?
তিনি উল্লেখ করেন, দুই বছর আগে রংপুরের এক মেয়ের সঙ্গে তার স্বামীর দীর্ঘ সময় ধরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ ছিল, যেখানে মেয়েটিকে বেবির দেখাশোনার অজুহাত দেখানো হতো এবং পরে তাকে বাসায় আনার প্রস্তাব আসে।
সাবিকুন নাহার আরও বলেন, এরপর আরও এক মেয়ে নিয়ে শুরু হয় সম্পর্ক। মেয়েটির মা ক্যানসারে আক্রান্ত ছিলেন, সেই সুবাদে মেয়েটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়। তবে তার উদ্দেশ্য ছিল মেয়েটিকে অবিবাহিত অবস্থায় প্রলুব্ধ করা।
তিনি জানান, তৃতীয় এক মেয়ে থাকলেও তার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হালাল। সাবিকুন নাহার অভিযোগ করেন, রাস্তার মধ্যে মেয়েদের দিকে তাকানো, লিপ্সা প্রকাশ করা ইত্যাদি তার স্বামীর চরিত্রের অংশ, যা তার কাছে যন্ত্রণা তৈরি করেছে।
তিনি বলেন, নিজের সংসার এবং দুটো বেবি থাকা সত্ত্বেও স্বামীর আচরণ তাকে দুঃখ দিয়েছে।
তিনি জানান, এক মেয়ে তার মাদ্রাসায় নার্সারির বাচ্চাদের পড়ানোর সময় তার বাসাতেও কাজ করত, আর তখনও স্বামী মেয়েটিকে হাদিয়া ও টাকার ব্যবস্থা করে।
এ সময় থেকেই তার অস্থিরতা শুরু হয় এবং একদিন স্বামী তাকে হুমকি দেন যে “এমন কিছু করব যা কল্পনাও করতে পারবে না।”
সাবিকুন নাহার ফেসবুকে প্রকাশ করেছেন, দুই বছর ধরে তিনি সমাধানের চেষ্টা করেছেন, কিন্তু তাকে সাহায্য করা হয়নি। তিনি আশা প্রকাশ করেছেন, এবার ইনশাআল্লাহ বিষয়টি সমাধান হবে।