ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রাজনৈতিক দলগুলোর হাতে জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি

রাজনৈতিক দলগুলোর হাতে জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি

জুলাই সনদের চূড়ান্ত খসড়া ৩৩টি রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার রাতে ৪০ পৃষ্ঠার এই সনদ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়।

আগামী শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে তাতে স্বাক্ষর করবে দলগুলো। তবে কয়েকটি দল স্বাক্ষর অনুষ্ঠানে না যাওয়ার ইংগিত দিয়েছে।

সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সংলাপে নেয়া সিদ্ধান্ত যাতে পরবর্তী সরকারের সময়ও বাস্তবায়ন করা হয়, তা নিশ্চিত করতে জাতীয় জুলাই সনদ-২০২৫ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিলে সংযুক্ত করার বিষয়টি অঙ্গিকারনামায় রেখে চূড়ান্ত করা হয়েছে এ ‘রাজনৈতিক সমঝোতার’ দলিল।

কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, রাজনৈতিক দল ও জোটগুলোর সাথে আলোচনার মাধ্যমে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়েছে। জুলাই জাতীয় সনদ ২০২৫ এর চূড়ান্ত ভাষ্য আপনার অবগতির জন্য পাঠানো হল।

সনদের কপি রাত পৌনে ৯টায় পেয়েছেন জানিয়ে সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, এই মাত্র হাতে পেলাম, দল বা জোটের সাথে আলোচনা হয়নি। এখানে যা দেখলাম, তাতে ভূমিকায় এর আগেও আমরা বলেছিলাম, এটাতে ইতিহাস যথাযতভাবে তুলে ধরা হয়নি।

সনদ সইয়ের অনুষ্ঠানে যোগ না দেয়ার ইঙ্গিত করে তিনি বলেন, এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, যার বিরোধিতা আমরা শুরু থেকে করে আসছি। আমরা তখনও বলেছি, চার মূলনীতির প্রশ্নে আমরা কোনো ছাড় দেব না। কিন্তু এই সনদে আমরা দেখলাম, তারা চার মূলনীতি ভিন্নভাবে উপস্থাপন করেছে, যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।

পাশাপাশি বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে অঙ্গীকার সনদে রাখা হয়েছে, তাতে ভিন্নমত রয়েছে সিপিবির।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য কয়েকটি সংস্কার কমিশন গঠন করে। দুই ধাপে মোট ১১টি সংস্কার কমিশন গঠন করা হয়। তবে প্রথম ধাপে গঠিত ৬ কমিশনের (সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও বিচার বিভাগ সংস্কার কমিশন) সংস্কার প্রস্তাব নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐকমত্য কমিশন। সেই আলোচনায় বেশকিছু ঐকমত্য ও সিদ্ধান্ত হয়। সেগুলো নিয়েই জুলাই জাতীয় সনদ তৈরি করা হয়েছে।

আবা/এসআর/২৫

রাজনৈতিক দল,জুলাই সনদ,অনুলিপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত