ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শাহবাগে এমপিওভুক্ত শিক্ষকদের অবরোধ, বন্ধ যান চলাচল

শাহবাগে এমপিওভুক্ত শিক্ষকদের অবরোধ, বন্ধ যান চলাচল

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতাসহ তিন দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী শাহবাগ মোড় ব্লকেড করেছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। ফলে শাহবাগ এলাকায় যানচলাচল বন্ধ হয়ে গেছে, তৈরি হয়েছে যানজট।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে শহীদ মিনার থেকে শাহবাগের দিকে রওনা হওয়ার পর ব্যারিকেড দিয়ে শিক্ষকদের আটকে দিয়েছিল পুলিশ। কিন্তু ব্যারিকেড ভেঙে তারা শাহবাগ মোড়ে চলে আসেন।

দুপুর ২টা ৩ মিনিটের দিকে তারা শাহবাগে এসে অবস্থান নেন। এখন শিক্ষকরা সেখানে নানা দাবি-দাওয়া নিয়ে স্লোগান দিচ্ছেন।

এর আগে, গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

আন্দোলনকারী শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরেই তাদের ন্যায্য দাবি উপেক্ষিত হয়ে আসছে। সরকার তাদের দাবিগুলো আমলে নিচ্ছে না বলেই তারা বাধ্য হয়েছেন রাজপথে নামতে। তিন দফা দাবি থেকে একচুলও নড়বেন বলেও জানান তারা।

শিক্ষকদের তিন দফা দাবিগেুলো হলো—

১. মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা

২. এক হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং

৩. কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান।

শাহবাগ,অবরোধ,ব্লকেড,এমপিওভুক্ত শিক্ষক,আন্দোলন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত