অনলাইন সংস্করণ
২০:২২, ১৬ অক্টোবর, ২০২৫
জাতীয় ঐকমত্য কমিশন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর চূড়ান্ত ভাষ্য রাজনৈতিক দল ও জোটগুলোর কাছে পাঠিয়েছে। আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) এই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের দিন নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে কমিশন জানায়, সনদের সর্বশেষ সংস্করণ দলগুলোর কাছে পাঠানো হয়েছে তাদের অবগতির জন্য।
কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়েছে, ‘রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করা হয়েছে। এই চূড়ান্ত ভাষ্য আপনাদের অবগতির জন্য প্রেরণ করা হলো।’
সাত দফা অঙ্গীকারনামার ভিত্তিতে প্রণীত এই সনদে বলা হয়েছে, ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ সংবিধানে তফসিল হিসেবে বা প্রয়োজনে সংযুক্ত করা হবে।
এতে আরও উল্লেখ আছে, যেসব রাজনৈতিক দল এই সনদে স্বাক্ষর করবে, তারা ভবিষ্যতে এর বৈধতা বা প্রয়োজনীয়তা নিয়ে আদালতে প্রশ্ন তুলবে না।
চূড়ান্ত সনদে স্পষ্টভাবে বলা হয়েছে, যেসব সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য, সেগুলো একটি অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করবে। অন্যদিকে দীর্ঘমেয়াদি সিদ্ধান্তগুলো পরবর্তী নির্বাচিত সরকার ধাপে ধাপে বাস্তবায়ন করবে বলে সনদে উল্লেখ করা হয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশনের কর্মকর্তারা জানান, সনদটি প্রণয়নের লক্ষ্য হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা পুনর্গঠন এবং ভবিষ্যতের নির্বাচন ও সাংবিধানিক প্রক্রিয়ায় স্থিতিশীলতা নিশ্চিত করা।
শুক্রবারের অনুষ্ঠানে প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা উপস্থিত থাকবেন বলে কমিশন সূত্রে জানা গেছে। অনুষ্ঠানের স্থান ও সময় বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
জুলাই জাতীয় সনদ ২০২৫ যা যা রয়েছে- https://surl.li/aqkyag