অনলাইন সংস্করণ
১১:৪৪, ১৭ অক্টোবর, ২০২৫
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ (সিইপিজেড) এলাকায় অবস্থিত দুটি কারখানার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের ১৭ ঘণ্টা চলমান প্রচেষ্টার পর বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে শুরু হওয়া আগুন শুক্রবার সকালে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মো. জাকির জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে কিছুটা, তবে পুরোপুরি এখনও নির্বাপন করা যায়নি। ইউনিটগুলো এখনো ঘটনাস্থলে অবস্থান করছে। আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।
অগ্নিকাণ্ডের পরই বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) ও ফায়ার সার্ভিস দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। বেপজার পক্ষ থেকে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরেকটি কমিটি গঠন করা হয়েছে। উভয় কমিটি যথাক্রমে ৭ ও ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।
আগুনের সূত্রপাত হয় অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির সাততলা ভবনের গুদাম থেকে। অ্যাডামস কারখানায় তোয়ালে ও ক্যাপ তৈরি হয়, আর জিহং মেডিকেলে সার্জিক্যাল গাউন উৎপাদন হয়। আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাতে কারখানার ভেতরে ছোট আকারে বিস্ফোরণের শব্দও শোনা যায়।
ইপিজেড এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় জরুরি ব্যবস্থা ও তদন্ত কাজ তৎপরতার সঙ্গে চালানো হচ্ছে। ফায়ার সার্ভিস এবং বেপজা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণসহ আগুনের প্রকৃত কারণ নির্ধারণের চেষ্টা চালাচ্ছে।