ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে হত্যা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বেগ

ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে হত্যা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বেগ

ভারতের ত্রিপুরা রাজ্যে গরুচোর সন্দেহে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

শুক্রবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়, এই জঘন্য কাজ মানবাধিকার ও আইনের শাসনের গুরুতর লঙ্ঘন। বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে, অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হোক। একইসঙ্গে সীমান্তে এ ধরনের অমানবিক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, জাতীয়তা নির্বিশেষে প্রত্যেক ব্যক্তি, সীমান্তের যে প্রান্তেই অবস্থান করুন না কেন, তাদের মৌলিক মানবাধিকার রক্ষা করা প্রত্যেক রাষ্ট্রের দায়িত্ব।

গত ১৫ অক্টোবর ভারতের ত্রিপুরা রাজ্যের কদমতলা এলাকার কাছে গরুচোর সন্দেহে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়। নিহতরা হলেন— হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের পণ্ডিত মিয়া, কবিলাসপুর গ্রামের সজল মিয়া এবং আলীনগর গ্রামের জুয়েল মিয়া (৩৫)। তারা পেশায় দিনমজুর ছিলেন।

এ ঘটনায় সীমান্ত এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মরদেহ ভারতে রয়েছে এবং তা ফেরত আনার বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ চলছে।

বাংলাদেশ সরকার এ ঘটনায় ভারতের প্রতি কূটনৈতিক প্রতিবাদ জানিয়ে বলেছে, দুই প্রতিবেশী দেশের সীমান্তে এমন সহিংসতা বন্ধে পারস্পরিক সমঝোতা ও কার্যকর পদক্ষেপ এখন অত্যন্ত জরুরি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বেগ,৩ বাংলাদেশিকে হত্যা,ত্রিপুরা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত