অনলাইন সংস্করণ
১৯:৫৬, ১৭ অক্টোবর, ২০২৫
দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১০ জন। আজ (শুক্রবার, ১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫১০ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৮ হাজার ২৮০ জনে। সেইসঙ্গে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২৪৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ৯৪১ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ৪২৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৮ জন, খুলনা বিভাগে ১৮৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, রাজশাহী বিভাগে ১৮৭ জন, রংপুর বিভাগে ৫৪ জন এবং সিলেট বিভাগে ১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৫৮ হাজার ২৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।