ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে আগুন লাগার এ ঘটনা ঘটে। জানা গেছে, বিমানবন্দরের ওই কার্গো ভিলেজে আমদানি করা পণ্য মজুদ রাখা হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে জানান, ২টা ৩৪ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে তারা এখনো পৌঁছায়নি।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

শাহজালাল বিমানবন্দর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত