ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কিছুটা নিয়ন্ত্রণে শাহজালাল বিমানবন্দরের আগুন: বেবিচক

কিছুটা নিয়ন্ত্রণে শাহজালাল বিমানবন্দরের আগুন: বেবিচক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে বলে দাবি করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি।

কাউছার মাহমুদ জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

এর আগে, দুপুরে আনুমানিক ২টা ১৫ মিনিটে কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে ৩১টি ইউনিট কাজ করছে। এছাড়া আরও ৫টি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা হতাহতের কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

শাহজালাল বিমানবন্দর,আগুন,নিয়ন্ত্রণে,বেবিচক,কার্গো ভিলেজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত