ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আমাদের নিরপেক্ষতা নিয়ে নিশ্চিন্ত থাকুন : জামায়াতকে প্রধান উপদেষ্টা

আমাদের নিরপেক্ষতা নিয়ে নিশ্চিন্ত থাকুন : জামায়াতকে প্রধান উপদেষ্টা

আগামী সাধারণ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আলোচনা করতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এসময় প্রধান উপদেষ্টা বলেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার এরই মধ্যে নানা পদক্ষেপ নিয়েছে। সামনে আরও অনেক উদ্যোগ নেওয়া হবে। আমাদের নিরপেক্ষতা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন।

বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বৈঠকের বরাত দিয়ে এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন; আগামী জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ ও সুষ্ঠু করতে অন্তর্বর্তী সরকার সব প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে তিনি জামায়াতসহ সক্রিয় সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেছেন।

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ তাহের দলটির চার সদস্যের বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

অন্য সদস্যরা হলেন- জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ. টি. এম. মা‘ছুম এবং রফিকুল ইসলাম খান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ তাহের। প্রতিনিধিদলে আরও ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা‘ছুম ও রফিকুল ইসলাম খান।

আবা/এসআর/২৫

নিরপেক্ষতা,নিশ্চিন্ত,প্রধান উপদেষ্টা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত