ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রাজধানীর জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

রাজধানীর জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জাহিদ হোসেন (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে দুই গ্রুপের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হন জাহিদ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাহিদকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু আফতাব হোসেন জানান, জাহিদ মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের মৃত ইমরানের ছেলে। তিনি পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট।

আফতাব হোসেন আরও জানান, ভোর পৌনে ৪টার দিকে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে হঠাৎ দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়েন তারা। এসময় একটি ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হন জাহিদ। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

জেনেভা ক্যাম্প,রাজধানী,দুই গ্রুপ,সংঘর্ষ,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত