ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নেশা পণ্য উৎপাদনে বেজার অনুমোদন, তামাক বিরোধীদের উদ্বেগ

নেশা পণ্য উৎপাদনে বেজার অনুমোদন, তামাক বিরোধীদের উদ্বেগ

সরকার জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিলেও সম্প্রতি বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি (বেজা) নতুন নেশাজাত পণ্য ‘নিকোটিন পাউচ’ তৈরির কারখানা স্থাপনের অনুমোদন দিয়েছে। এ সিদ্ধান্তে দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞ ও তামাকবিরোধী সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বাংলাদেশ তামাক বিরোধী জোট বলছে, বেজার এ অনুমোদন সংবিধান, সুপ্রিম কোর্টের রায় ও সরকারের জনস্বাস্থ্য উন্নয়ন প্রচেষ্টার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। সংগঠনটি অবিলম্বে এই অনুমোদন বাতিলের দাবি জানিয়েছে।

তামাকবিরোধী জোটের দপ্তর সম্পাদক সৈয়দা অনন্যা রহমান এক বিবৃতিতে বলেন, দেশের তরুণ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের প্রতিশ্রুতির পরিপন্থী এ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে নতুন আসক্তির ঝুঁকিতে ফেলবে।

তিনি বলেন, “সংবিধানের ১৮(ক) অনুচ্ছেদে রাষ্ট্রকে জনগণের স্বাস্থ্য রক্ষায় ক্ষতিকর পণ্য নিষিদ্ধ করার দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ নিকোটিন পাউচ তৈরির অনুমোদন সেই দায়িত্বের পরিপন্থী।”

বিবৃতিতে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ‘ভয়েস অব ডিসকভারি’ মামলার রায়ে দেশে যৌক্তিক সময়ে তামাক ব্যবহার কমাতে নির্দেশনা দিয়েছে। একই সঙ্গে নতুন তামাক কোম্পানিকে লাইসেন্স না দেওয়া এবং বিদ্যমান প্রতিষ্ঠানগুলোকে অন্য ব্যবসায় স্থানান্তরের নির্দেশও রয়েছে।

ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি) অনুযায়ী বাংলাদেশ আন্তর্জাতিকভাবে তামাক নিয়ন্ত্রণে অঙ্গীকারবদ্ধ। আর সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই সরকার বর্তমানে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।

সম্প্রতি অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগ একযোগে কাজ করছে—যেখানে স্বাস্থ্যকে প্রতিটি নীতিতে অগ্রাধিকার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই প্রেক্ষাপটে বেজার এই অনুমোদন জনস্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক ব্যতিক্রম’ বলে উল্লেখ করেছে তামাক বিরোধী জোট।

সংগঠনটির মতে, নিকোটিন পাউচ তরুণদের মধ্যে নতুন করে আসক্তি সৃষ্টির এক চতুর ব্যবসায়িক কৌশল। ধূমপান ত্যাগের বিকল্প হিসেবে প্রচারিত হলেও এটি নিকোটিন নির্ভরতা বাড়ায় এবং দীর্ঘমেয়াদে শারীরিক ক্ষতি করে।

বিশ্বের অন্তত ৩৪টি দেশ, যেমন বেলজিয়াম, রাশিয়া, উজবেকিস্তান ও ফ্রান্স ইতোমধ্যে এই পণ্য নিষিদ্ধ বা কঠোরভাবে নিয়ন্ত্রণে এনেছে।

বাংলাদেশ তামাক বিরোধী জোট অবিলম্বে নিকোটিন পাউচ কারখানার অনুমোদন প্রত্যাহার, সরকারি কর্মকর্তাদের জন্য ডব্লিউএইচও এফসিটিসি আর্টিকেল ৫.৩ অনুযায়ী আচরণবিধি প্রণয়ন এবং শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

তামাক বিরোধীদের উদ্বেগ,বেজার অনুমোদন,নেশা পণ্য উৎপাদন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত