ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আরপিওতে পরিবর্তন: পলাতক আসামিরা প্রার্থী হতে পারবেন না

আরপিওতে পরিবর্তন: পলাতক আসামিরা প্রার্থী হতে পারবেন না

আসন্ন জাতীয় নির্বাচনে পলাতক আসামিরা আর প্রার্থী হতে পারবেন না। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব দাখিল করতে হবে এবং তা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। পাশাপাশি, কোনো আসনে একজন প্রার্থী থাকলে সেই আসনে ‘না’ ভোটের সুযোগ রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ সিদ্ধান্তের বিষয়টি সাংবাদিকদের জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, নতুন সংশোধনীতে ভোটাধিকার ও প্রার্থিতা উভয় ক্ষেত্রেই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

ড. আসিফ নজরুল জানান, আদালত কাউকে পলাতক ঘোষণা করলেই সেই ব্যক্তি পলাতক আসামি হিসেবে গণ্য হবেন এবং নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য হবেন।

তিনি বলেন, ‘যখন কোনো ব্যক্তি আদালতের সমন বা বিজ্ঞপ্তির পরও হাজির না হন, তখন আদালত তাঁকে পলাতক ঘোষণা করে। সেই অবস্থায় তিনি প্রার্থী হতে পারবেন না।’

সংশোধিত আরপিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহারের বিলুপ্তি, ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিত করতে গণমাধ্যমের সরাসরি উপস্থিতি ও কভারেজের অনুমোদন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের অন্তর্ভুক্তি।

আইন উপদেষ্টা আরও জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই অভ্যুত্থান জাদুঘর আইন, দুর্নীতি দমন কমিশন আইন, সুপ্রিম কোর্ট সচিবালয় আইন এবং শ্রম আইন সংশোধন আদেশ–এরও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে নতুন আরপিও আইনও আনুষ্ঠানিকভাবে পাস করা হয়েছে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিমানবন্দরের কার্গো ভিলেজে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর কার্যক্রম এখন স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, আগুনের কারণ অনুসন্ধানে আন্তর্জাতিক সহায়তা নেওয়া হচ্ছে—স্কটল্যান্ড, তুরস্ক, অস্ট্রেলিয়া ও চীনের বিশেষজ্ঞরা ফরেনসিক পরীক্ষায় সহায়তা দিচ্ছেন।

অন্তর্বর্তী সরকারের এই আরপিও সংশোধনকে রাজনৈতিক বিশ্লেষকরা আগামী জাতীয় নির্বাচনের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের মতে, ‘না’ ভোটের বিধান ও পলাতক আসামিদের অযোগ্য ঘোষণার বিষয়টি নির্বাচনের বিশ্বাসযোগ্যতা বাড়াবে এবং প্রার্থিতা প্রক্রিয়ায় একটি নতুন মানদণ্ড স্থাপন করবে।

পলাতক আসামিরা প্রার্থী,আরপিওতে পরিবর্তন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত