অনলাইন সংস্করণ
১১:৪৫, ২৪ অক্টোবর, ২০২৫
বঙ্গোপসাগরে ভারতের তামিলনাড়ু উপকূলে অবস্থান করা লঘুচাপ ছাড়াও আরও একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যার মধ্যে নতুন লঘুচাপটি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
তবে প্রাথমিকভাবে এর তেমন কোনো প্রভাব বাংলাদেশের ওপর পড়বে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে জানান, এই সম্ভাব্য লঘুচাপটিও ভারতের অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ুর দিকে যেতে পারে। তবে স্থলভাগে ওঠার পর এটি কিছুটা উত্তর দিকে অগ্রসর হতে পারে। সেই সঙ্গে পশ্চিমা বাতাসের ধাক্কায় মেঘ আকারে বাংলাদেশের দিকে আসতে পারে।
লঘুচাপটি স্থলভাগে পৌঁছানোর পর আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে টানা ৫ দিন দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি বাড়তে পারে।
এদিকে আগামী ৩ দিনের আবহাওয়ার বার্তায় অধিদফতর জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।