ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, কাল প্রকাশ: ইসি সচিব

ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, কাল প্রকাশ: ইসি সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হয়েছে। আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) এ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার (২৬ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমনওয়েলথ-এর প্রাক নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বৈঠকের বিষয়ে ইসি সচিব জানান, তরুণ ভোটার, আরপিও, স্টেক হোল্ডারদের সঙ্গে ধারাবাহিক সংলাপ, সংস্কার কমিশনের সুপারিশের বিষয়, নিরাপত্তা ও প্রযুক্তির অপব্যবহার ঠেকানো এবং নির্বাচনি সহায়তার বিষয়ে কথা হয়েছে কমনওয়েলথ এর প্রাক নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে কথা হয়েছে।

তিনি আরও জানান, পর্যবেক্ষক সংস্থাটি আগামী নির্বাচনে কয় সদস্য বিশিষ্ট টিম পাঠাতে চায় সে বিষয়ে কথা হয়নি। তবে ভোটের আগের পরে মিলিয়ে ভোটের মাঠে নির্বাচন পর্যবেক্ষণে থাকতে চায় সংস্থাটি।

জোটবদ্ধ দলগুলোর নিজের ইচ্ছেমত জোটের প্রতীকে নির্বাচন করার সুযোগ বহাল রেখে আরপিও-এর ২০ অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার জন্য ইসিকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বিএনপি।

এ বিষয়ে আখতার আহমেদ জানান, জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে গেলে প্রতীক ব্যবহারের বিষয়ে বিএনপির আবেদন নিয়ে কমিশন সিদ্ধান্ত জানাবে। এছাড়া রোডম্যাপ অনুযায়ী কমিশনের সবকিছু শতভাগ করা সম্ভব নয়, সবমিলিয়ে সমন্বয় করে ইসি কাজ করছে বলেও জানান তিনি।

গতকাল রাতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে ককটেল বিস্ফোরণ এবং ধাওয়া দিয়ে এক যুবককে আটক করার কথা জানায় পুলিশ।

এ বিষয়ে এক প্রশ্নে ইসি সচিব বলেন, গতকাল রাতে ককটেল নিক্ষেপ কমিশনের বাইরের ঘটনা। প্রয়োজনে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভোটকেন্দ্র,তালিকা,প্রকাশ,ইসি সচিব,নির্বাচন কমিশন,জাতীয় সংসদ নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত