ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জাকির নায়েকের ঢাকা সফরের বিষয়ে অবগত নন পররাষ্ট্র উপ‌দেষ্টা

জাকির নায়েকের ঢাকা সফরের বিষয়ে অবগত নন পররাষ্ট্র উপ‌দেষ্টা

জনপ্রিয় ইসলামী আলোচক এবং ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক আগামী নভেম্বর মাসের শেষ দিকে বাংলাদেশে আসছেন বলে ঘোষণা দিয়েছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট। তবে তার সফরের বিষয়ে অবগত নন পররাষ্ট্র উপ‌দেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাকির নায়েককে দাওয়াত দেওয়া হয়েছে বলে আমি জানি না। আমি এরকম কিছু শুনিনি। এটা আপনার (প্রশ্নকারী সাংবা‌দিক‌) কাছ থেকেই প্রথম শুনলাম।

চীন-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে বাংলাদেশ। এ নিয়ে যুক্তরাষ্ট্র বা তৃতীয় কোনো দেশের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

এ সময় আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন‍্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো চাপ নেই বলেও জানান তিনি।

ড. জাকির নায়েক,পররাষ্ট্র উপ‌দেষ্টা,সফর,অবগত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত