ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ইবতেদায়ি শিক্ষকদের মিছিলে পুলিশের লাঠিচার্জ-জলকামান

ইবতেদায়ি শিক্ষকদের মিছিলে পুলিশের লাঠিচার্জ-জলকামান

ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাব থেকে সচিবালয় অভিমুখে ‘ভুখা মিছিল’ নিয়ে যাত্রা শুরু করা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন।

বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শতশত মাদ্রাসা শিক্ষক সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত হয়।

পুলিশ আন্দোলনকারী শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেওয়ার পর তারা আবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে চলে আসেন। ভুখা মিছিলের নেতৃত্ব দেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম, কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্য জোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান।

শিক্ষকদের দাবিগুলো হলো—

১. অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা ২৮ জানুয়ারি সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়ন করতে হবে।

২. শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রেরিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে ১০৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের লক্ষ্যে যাচাই-বাছাই করা ফাইলসমূহ দ্রুত অনুমোদন করে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে।

৩. স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থাকরণ করতে হবে।

৪. প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করতে হবে।

৫. প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করতে হবে।

ইবতেদায়ী মাদ্রাসা,মিছিল,পুলিশ,লাঠিচার্জ,জলকামান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত