ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘হ্যাঁ–না’ পোস্টে সয়লাব সামাজিক মাধ্যম

‘হ্যাঁ–না’ পোস্টে সয়লাব সামাজিক মাধ্যম

রঙিন ফটোকার্ডে কারও লেখা ‘হ্যাঁ’, কারও আবার ‘না’। কেউবা সরাসরি টেক্সট আকারে লিখছেন ‘হ্যাঁ’ বা ‘না’। জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের পক্ষে-বিপক্ষে এমন প্রচারণায় সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে গত ২৮ অক্টোবর নির্বাচন কমিশনকে ১৮ দফা সুপারিশ দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। সুপারিশে জাতীয় নির্বাচনের আগে আগামী নভেম্বর মাসে ইসিকে গণভোট আয়োজনের প্রস্তাব দেয় দলটি।

সুপ্রীম কোর্টের আইনজীবী ও জামায়াত নেতা শিশির মনির জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট হওয়া উচিত বলে তিনি মনে করেন। মঙ্গলবার এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, ‘একটা ভোটের সঙ্গে আরেকটা ভোট মিলিয়ে ফেললে গুরুত্ব হারাতে পারে। এটা মেজর বিষয়। আমরা এখনো মনে করি গণভোট আগে হওয়া উচিত।’

অন্যদিকে, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের বিপক্ষে বিএনপি। জতীয় নির্বাচনের দিনই গণভোট চায় দলটি। আর তাই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে পোস্টে নতুন প্রচারণা শুরু করেছেন।

এদিকে, নির্বাচনের আগে গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বুধবার রাতে তাদের ফেসবুক পেজে ‘না’ লিখে পোস্ট দেয়। ‘না’ পোস্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবিদুল ইসলাম খান এবং বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ।

পরে ছাত্রদল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে চারটি বিষয়কে ‘না’ জানিয়ে পোস্ট দেয়। সেগুলো হলো ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ সংবিধান থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্রকে ‘না’, স্বাক্ষরের পর জুলাই সনদ পরিবর্তনের ষড়যন্ত্রকে ‘না’, জাতীয় নির্বাচনের আগে গণভোটকে ‘না’ এবং শত শহীদের রক্তে কেনা জুলাই কারো বাপের ‘না’।

নিজেদের ফেসবুকে এ দুটি পোস্ট শেয়ার করছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।

অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজেও এ বিষয়ে পোস্ট করতে দেখা গেছে। তারা ‘হ্যাঁ’ লিখে একটি পোস্ট করেছে। কিন্তু কোন বিষয়ে ‘হ্যাঁ’ তা পরিষ্কার করেনি।

প্রবাসী বাংলাদেশি, অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য তার ফেসবুকে লিখেছেন, জুলাই সনদকে “হ্যাঁ” বলুন।

এদিকে, জাতীয় সংসদ নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোটের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এ ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত যোগাযোগের তাগিদ দেওয়া হয়েছে।

মঙ্গলবার জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশমালা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয় ঐকমত্য কমিশন।

বিষয়টি নিয়ে সেদিন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, আজই সব রাজনৈতিক দলকে বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশমালা হস্তান্তর করা হবে। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়—এমন বিষয়গুলো সরকারি অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সংবিধানসংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে ৪৮টি নির্দিষ্ট বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। এসব বিষয়ে জনগণের মতামত জানতে গণভোট আয়োজনের প্রস্তাব রাখা হয়েছে।

সামাজিক মাধ্যম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত