ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বাহরাইনে পররাষ্ট্র উপদেষ্টার একাধিক দ্বিপাক্ষিক বৈঠক

বাহরাইনে পররাষ্ট্র উপদেষ্টার একাধিক দ্বিপাক্ষিক বৈঠক

বাহরাইনে অনুষ্ঠিত ২১তম মানামা সংলাপের ফাঁকে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। যেখানে তিনি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।

শনিবার (১ নভেম্বর) বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল লতিফ বিন রশিদ আল জায়ানির সঙ্গে বৈঠকে তৌহিদ হোসেন মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন। আঞ্চলিক সম্প্রীতি রক্ষায় বাহরাইনের নেতৃত্বের প্রশংসা করেন।

তিনি ২০২৫ সালে ঢাকায় দ্বিতীয় রাজনৈতিক পরামর্শ বৈঠক আয়োজনের প্রস্তাব দেন এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

অন্য এক বৈঠকে বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খলিফা আল ফাদহেলের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশিদের জন্য ভিসা পুনরায় চালুর অনুরোধ জানান। তিনি ব্যবসায়ী, পেশাজীবী ও দক্ষ শ্রমিকদের পাশাপাশি বাহরাইনে অবস্থান করা প্রবাসী পরিবারকে ফ্যমিলি ভিসা দেয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করেন।

উপমন্ত্রী আল ফাদহেল বাংলাদেশি কর্মীদের অবদানকে বাহরাইনের অর্থনীতির জন্য মূল্যবান বলে উল্লেখ করে জানান, তার সরকার ধাপে ধাপে বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালুর বিষয়ে কাজ করছে। বৈঠকে উভয়পক্ষ দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের স্থানান্তর সংক্রান্ত একটি সম্ভাব্য চুক্তি নিয়েও আলোচনা করেন।

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাআদ আল মুরাইখির সঙ্গে বৈঠকে তৌহিদ হোসেন কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেন। আলোচনায় রোহিঙ্গা সংকট সমাধানে কাতারের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন কাতারের এই প্রতিমন্ত্রী।

এছাড়া, এশিয়ার আস্থা ও সহযোগিতামূলক পদক্ষেপ বিষয়ক সম্মেলন-সিআইসিএ’র মহাসচিবের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা সংস্থাটির কার্যক্রমকে রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা ও এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

আবা/এসআর/২৫

বাহরাইন,পররাষ্ট্র উপদেষ্টা,বৈঠক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত