ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সাগরে নতুন লঘুচাপ, আরও একটি ঘূর্ণিঝড়ের আভাস

সাগরে নতুন লঘুচাপ, আরও একটি ঘূর্ণিঝড়ের আভাস

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল পেরিয়ে ক্রমেই দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। এর রেশ কাটতে না কাটতেই নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসেই বঙ্গোপসাগর এলাকায় আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি।

রোববার (২ নভেম্বর) রাতে দেয়া নিয়মিত আবহাওয়া বুলেটিনে এই লঘুচাপের তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি নভেম্বরে বঙ্গোপসাগর এলাকায় ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এছাড়াও চলতি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। সেই সঙ্গে চলতি নভেম্বরে দেশের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এদিকে লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই তিন বিভাগে বৃষ্টি হলেও দেশের অন্য সব জায়গায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবা/এসআর/২৫

লঘুচাপ,উপকূল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত