ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ | বেটা ভার্সন

দুপুরে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

দুপুরে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক আজ। এতে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

ধারণা করা হচ্ছে, বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে। এছাড়া গণভোট কখন হবে তা নিয়েও সিদ্ধান্ত আসতে পারে এই বৈঠকে।

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ‘করবী হলে’ অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলন। তবে সংবাদ সম্মেলনে কে কথা বলবেন, সে বিষয়ে কোন তথ্য জানায়নি প্রধান উপদেষ্টার প্রেস উইং।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বা অন্য যেকোনো প্রয়োজনে সাধারণত ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন আয়োজিত হয়ে আসছে। তবে এবারই প্রথম এই ব্রিফিং আয়োজন করা হলো প্রধান উপদেষ্টার কার্যালয়ে।

উপদেষ্টা পরিষদ,অন্তর্বর্তী সরকার,বৈঠক,প্রধান উপদেষ্টা,জুলাই জাতীয় সনদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত