
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে ‘নির্বাচনী প্রশিক্ষণ’ সম্পন্ন করেছেন ৪৮ হাজার পুলিশ সদস্য।
মঙ্গলবার (৪ নভেম্বর) এক খুদে বার্তায় বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, প্রশিক্ষণে ভোটকেন্দ্র নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, গণজমায়েত নিয়ন্ত্রণ এবং দ্রুত প্রতিক্রিয়া কৌশল বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সংঘাতপূর্ণ পরিস্থিতি মোকাবিলা ও সমন্বিত টহল ব্যবস্থাপনা নিয়েও বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনকালীন দায়িত্ব পালনে সর্বোচ্চ শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে।
সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বিভিন্ন অনুষ্ঠানে জানান, নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে মোট ৭ লাখ ৬৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য—পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও ভিডিপি সদস্য নিরপেক্ষ ও দক্ষভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে বিশেষ নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ নিচ্ছেন।