ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আগামী বছর দুই ঈদে ১১ দিন ছুটি, পূজায় ২

আগামী বছর দুই ঈদে ১১ দিন ছুটি, পূজায় ২

চলতি বছরের মতো আগামী বছরেও (২০২৬ সালে) দুই ঈদে মোট ১১ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে। এর মধ্যে পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং দুর্গাপূজায় ২ দিন সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে।

রোববার (০৮ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ছুটি থাকবে ২৮ দিন। অবশ্য এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে।

সরকারি সূত্র জানায়, আগে ঈদের ছুটি ছিল ৩ দিন। তবে কোনো কোনো বছর নির্বাহী আদেশে তা বাড়ানো হতো। পূজায় আগে ১ দিনের ছুটি থাকলেও তা এখন ২ দিনে উন্নীত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ অক্টোবর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের ছুটির তালিকা অনুমোদন করা হয়, তখনই ঈদ ও পূজার ছুটি বাড়ানো হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছর কার্যকর হওয়া বাড়তি ছুটি থাকছে আগামী বছরেও।

ছুটি,ঈদ,সরকার,২০২৬ সাল,আগামী বছর,দুর্গাপূজায়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত