ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চট্টগ্রাম বন্দরের বর্ধিত নতুন ট্যারিফ এক মাসের জন্য স্থগিত

চট্টগ্রাম বন্দরের বর্ধিত নতুন ট্যারিফ এক মাসের জন্য স্থগিত

চট্টগ্রাম বন্দরের বর্ধিত নতুন ট্যারিফ এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বন্দরের বর্ধিত ট্যারিফের বিরুদ্ধে বাংলাদেশ মেরিটাইম ল সোসাইটির পক্ষে ক্যাপ্টেন আব্দুল কাদের মহিউদ্দিনের এক আবেদনের প্রেক্ষাপটে হাইকোর্ট এ আদেশ দেয়।

বন্দরের বর্ধিত মাশুল দেশের স্বার্থবিরোধী এবং আইন অনুযায়ী তিন মাস সময় না দিয়ে নতুন মাশুল কার্যকর করা বেআইনি উল্লেখ করে এটি স্থগিত রাখতে হাইকোর্টে আবেদন করেন তিনি।

গত ১৫ অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ৫২টি সেবা খাতে গড়ে ৪১ শতাংশ বাড়িয়ে মাশুল আদায় করছে। এর আগে মাশুল বাড়ানোর বিষয়ে ১৪ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করলেও সেবাগ্রহীতা ও ব্যবসায়ীদের সমালোচনায় এক মাসের জন্য স্থগিত করা হয়।

মাশুল বাড়ানোর পর থেকে এর প্রতিবাদে ধর্মঘট , বিক্ষোভ সমাবেশসহ নানা কর্মসূচি পালন করছে বন্দর ব্যবহারকারী বিভিন্ন বাণিজ্য সংগঠন। এক লাফে এত মাশুল না বাড়িয়ে সবার সঙ্গে আলোচনা করে যৌক্তিক মাশুল নির্ধারণে প্রধান উপদেষ্টার কাছে সম্প্রতি স্মারকলিপি দেয় চট্টগ্রাম পোর্ট ইউজার ফোরাম। এ প্রেক্ষাপটে সোমবার বন্দর ভবনে সব সংগঠনের সঙ্গে বৈঠক করবেন নৌ-পরিবহন উপদেষ্টা।

স্থগিত,চট্টগ্রাম বন্দর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত