ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

এবার থেমে থাকা ট্রেনের বগিতে আগুন দিলো দুর্বৃত্তরা

এবার থেমে থাকা ট্রেনের বগিতে আগুন দিলো দুর্বৃত্তরা

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের বাইরে থেমে থাকা একটি ট্রেনে আগুন দেওয়া হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের খালি বগিতে দাউ দাউ করে আগুন জ্বলছে।

ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন গণমাধ্যমকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও স্টেশনের কাছে আউট লাইনে দাঁড়িয়ে থাকা একটি কোচে কে বা কারা আগুন দেয়। তাৎক্ষণিকভাবে তা নিভিয়ে ফেলা হয়েছে।

আবা/এসআর/২৫

ট্রেন,আগুন,দুর্বৃত্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত