অনলাইন সংস্করণ
০৬:৫৮, ১৩ নভেম্বর, ২০২৫
রাজধানীর পল্লবীর সাগুপ্তা সড়কে পার্কিং করা অবস্থায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
বুধবার (১২ নভেম্বর) দিনগত রাত ১২টা ১০ মিনিটে ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিস নামের ওই বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুনের খবর পেয়ে পল্লবী ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আবা/এসআর/২৫