ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রোল বোমা নিক্ষেপ-অগ্নিসংযোগ

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রোল বোমা নিক্ষেপ-অগ্নিসংযোগ

বরগুনার সার্কিট হাউস মাঠে স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করেছে একদল দুর্বৃ্ত্ত।

বুধবার (১২ নভেম্বর) রাত ১১টার পরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরগুনা জেলা শাখার সভাপতি রেজাউল কবির রেজার শেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিও ফুটেজে দেখা যায়, ভিডিও ধারণকারীর নির্দেশে এক যুবক কাঠি জ্বালিয়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে। এ সময় এক ব্যক্তি পেট্রল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়।

এ সময় ভিডিও ফুটেজে একজন আরেকজনকে বলতে শোনা যায়, ‘দে’। তখন আরেকজন পেট্রল বোমায় অগ্নিসংযোগ করে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে নিক্ষেপ করে। এরপর ভিডিওতে আবার বলতে শোনা যায়, ‘চল চল’।

এ ঘটনার ভিডিওটি ফুটেজ ফেসবুকে পোস্ট করে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা লিখেছেন, বরগুনা সার্কিট হাউজের সামনে কথিত জুলাই স্তম্ভে আগুন। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী জুলাই স্মারক নামের নোংরা জিনিস বরগুনার পবিত্র মাটিতে থাকতে পারে না। থাকতে দেব না।

আবা/এসআর/২৫

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ,অগ্নিসংযোগ,পেট্রল বোমা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত