
দীর্ঘ সময় লোকসানের ধারাবাহিকতা শেষে অবশেষে লাভের মুখ দেখেছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (৩০ সেপ্টেম্বর ২০২৫ সমাপ্ত) প্রতিষ্ঠানটি ৫৮ কোটি ৩২ লাখ ১৩ হাজার ১৭৫ টাকা মুনাফা করেছে।
বিগত কয়েক বছর ধরে টানা লোকসানের কারণে প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাহকদের কাছে ইমেজ সংকটে পড়েছিল। তবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিদ্যুৎ সচিবের দিকনির্দেশনা, এবং ডেসকো বোর্ডের চেয়ারম্যান ও সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের মুহাম্মদ রফিকুল ইসলামের সরাসরি তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি ঘুরে দাঁড়াচ্ছে।
ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, এনডিসি, পিএসসি (অবঃ) বোর্ড সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে প্রতিষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করছেন। এরই ধারাবাহিকতায় ডেসকো এবার লাভে ফিরেছে।

গত ১২ নভেম্বর (বুধবার) সন্ধ্যা ৬টায় ডেসকো’র ৫১৮তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রথম প্রান্তিকে ডেসকো লাভের মুখ দেখায় বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম বোর্ড সদস্য ও সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানান।
সভায় ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ (অবঃ), পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় ডেসকো’র বিভিন্ন কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গ্রহণ করা হয়।