অনলাইন সংস্করণ
২২:০৩, ১৩ নভেম্বর, ২০২৫
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি নতুন দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। একটি আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে এবং অন্যটি আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৪৮তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন দূতাবাস স্থাপনের মাধ্যমে ইউরোপ ও লাতিন আমেরিকা অঞ্চলে বাংলাদেশের কূটনৈতিক কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
সরকার মনে করছে, এসব অঞ্চলে বাণিজ্য, বিনিয়োগ ও প্রবাসী বাংলাদেশিদের সেবা উন্নয়নে নতুন দূতাবাসগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।