ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চার বিভাগে নতুন কমিশনার

চার বিভাগে নতুন কমিশনার

চার বিভাগে বিভাগীয় কমিশনার পরিবর্তন ও নতুন নিয়োগ দিয়েছে সরকার। বিভাগগুলো হলো—খুলনা, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী— ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদকে বদলি করে খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশীদকে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ মাহফুজুর রহমানকে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মিজ ফারাহ শাম্মীকে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

বিভাগীয় কমিশনার,বিভাগ,সরকার,জনপ্রশাসন মন্ত্রণালয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত