ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ভারত সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান

ভারত সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান

ভারত মহাসাগরীয় অঞ্চলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলনে অংশ নিতে আগামী ১৯ নভেম্বর দিল্লি সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। পাঁচ সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত আঞ্চলিক নিরাপত্তা প্ল্যাটফর্ম কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) এ সম্মেলন ২০ নভেম্বর ভারতের রাজধানীতে অনুষ্ঠিত হবে।

কূটনৈতিক সূত্র জানায়, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন খলিলুর রহমান। তাকে গত মাসেই আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পাঠানো হয়েছিল। দুই দিনের এই সফরে তিনি সিএসসির বিভিন্ন কর্ম অধিবেশনে অংশ নেবেন।

সরকারের একটি দায়িত্বশীল সূত্র এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনের একটি সূত্র খলিলুর রহমানের দিল্লি সফরের বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে এখনও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

কলম্বো সিকিউরিটি কনক্লেভ হলো ভারত মহাসাগরীয় অঞ্চলের বহুপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা কাঠামো। ফোরামের সদস্য দেশ— ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস ও বাংলাদেশ। আর সেশেলস রয়েছে পর্যবেক্ষক হিসেবে।

বাংলাদেশ ২০২৪ সালে এই ফোরামের পূর্ণ সদস্য হয়। একই বছরের আগস্টে কলম্বোতে অনুষ্ঠিত বৈঠকে সদস্য রাষ্ট্রগুলো শ্রীলঙ্কার রাজধানীতে সিএসসির স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠার সনদ ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। আঞ্চলিক নিরাপত্তা জোরদারই ফোরামের লক্ষ্য, যেখানে পাঁচটি অগ্রাধিকারভিত্তিক খাতে সহযোগিতা জোরালো করা হচ্ছে।

ড. খলিলুর রহমান,জাতীয় নিরাপত্তা উপদেষ্টা,ভারত,দিল্লি,অন্তর্বর্তী সরকার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত