
১০ম গ্রেডসহ তিন দফা দাবিতে আন্দোলনে আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন ফাতেমা আক্তার নামে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকা। আন্দোলনে পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।
রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। সন্ধ্যার পর তাঁর লাশ নিজ কর্মস্থল ও গ্রামের বাড়ি ঠাকুরচরে জানাজা হয়।
উপজেলার ছেংগারচর পৌরসভার ঠাকুরচর গ্রামের বাসিন্দা ফাতেমা আক্তার। তাঁর বাবার নাম সুরুজ মোল্লা এবং স্বামী প্রাথমিক বিদ্যালয়েরই শিক্ষক ডি এম সোলেমান। শিক্ষক আন্দোলনে আহত ফাতেমা আক্তারের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তাঁর অনেক সহকর্মী ও শিক্ষক নেতারা।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন জানান, ফাতেমা আক্তারের স্বামী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আন্দোলনস্থলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর থেকেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এর পর কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল তাঁর মৃত্যু হয়।
আবা/এসআর/২৫