অনলাইন সংস্করণ
১৭:৫৫, ১৭ নভেম্বর, ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হয়েছে, তা অপরাধের তুলনায় যথেষ্ট নয়। তবে এই রায় অতীতের বিচার ছাড়িয়ে ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে বিবেচিত হবে বলে তিনি মন্তব্য করেন।
সোমবার শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ফাঁসির রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন আহমেদ এ মন্তব্য করেন।
তিনি বলেন, এ বিচার অপরাধের তুলনায় যথেষ্ট নয়। কিন্তু এটি শুধু ন্যায়বিচার প্রতিষ্ঠাই নয়, সামনের দিনের জন্য একটি উদাহরণ। যাতে আর কেউ ফ্যাসিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারে, কেউ ফ্যাসিস্ট শাসকে পরিণত হতে না পারে।
সালাহউদ্দিন আরও বলেন, আদালতের রায়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে ফ্যাসিস্ট স্বৈরাচার যত শক্তিশালীই হোক কিংবা যত দীর্ঘদিন ক্ষমতা ভোগ করুক, শেষ পর্যন্ত আদালতের কাঠগড়ায় দাঁড়াতেই হয়। এটি একটি মাইলফলক রায় বলে তিনি উল্লেখ করেন।