অনলাইন সংস্করণ
১৮:২৯, ১৭ নভেম্বর, ২০২৫
সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর পলাতক শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের দ্রুত দেশে এনে রায় কার্যকর করার দাবি জানান তিনি।
রায়ের প্রতিক্রিয়ায় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, ‘আমি রায়ে খুশি, কিন্তু বিচার দেখতে চাই। আমার ছেলে শহীদ হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে পুলিশ আমার ছেলেকে সরাসরি গুলি করে হত্যা করেছে। আমি হুকুমদাতাসহ পুলিশের বিচার চাই। তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।
তিনি আরও জানান, হত্যা করার অনুমতি দিয়েছিল বলেই আমার ছেলের মতো হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। অনেকে হাত-পা হারিয়েছেন, পঙ্গু হয়েছেন। কারও কারও চোখ নষ্ট হয়ে গেছে। হাসপাতালে এখনো অনেকে কাতরাচ্ছেন। ভারত থেকে শেখ হাসিনাকে বাংলার মাটিতে নিয়ে এসে রায় কার্যকর করতে হবে বলে জানান শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যরা।
আবু সাঈদের মা মনোয়ারা বেগম বলেন, ‘আমরা সবার বিচার চাই। যারা হুকুম দিয়েছেন, যারা গুলি করেছেন সবাইকে ফাঁসি দিতে হবে। আমি মা আজ বুঝতেছি ছেলে হারানোর কষ্ট। আন্দোলনের সময় পুলিশের গুলিতে আমার মতো অনেক মা, বোন, ভাই সন্তান হারিয়েছেন, স্বামীকে হারিয়েছেন। অনেক জীবন সংসার শেষ হয়ে গেছে। এ সবের বিচার হতে হবে।’