ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সংস্কার বাস্তবায়নের মাধ্যমে লুটপাটতন্ত্র ভাঙতে হবে : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

সংস্কার বাস্তবায়নের মাধ্যমে লুটপাটতন্ত্র ভাঙতে হবে : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ৭১ এর মহান মুক্তিযুদ্ধ ও ২৪ এর গণঅভ্যুত্থানকে একে অপরের পরিপূরক উল্লেখ করে বলেছেন, সংস্কার বাস্তবায়নের মাধ্যমে লুটপাটতন্ত্র ভাঙতে হবে। আগে জনতা শুনতো, নেতারা বলতেন। আগামী দিনে জনতা বলবে, নেতারা শুনবেন।

বুধবার (১৯ নভেম্বর) বরিশাল মহানগরের একটি হোটেলে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আঞ্চলিক পরামর্শ সভায় অংশ নিয়ে সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. দেবপ্রিয় বলেন, এই পরিস্থিতি তৈরি করতেই নাগরিক ইশতেহার বিষয়ক আঞ্চলিক পরামর্শ সভার আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে সিলেট ও রাজশাহীতে এ সভা হয়েছে। বৃহস্পতিবার খুলনায় হবে।

নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রুপের সদস্য ও সিপিডির আরেক সম্মাননীয় অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ২৪ এর গণঅভ্যুত্থান একটা সম্ভাবনা তৈরি করেছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। নাগরিক হিসেবে সচেতন থাকতে হবে। তবেই জাতীয় সমস্যার পাশাপাশি স্থানীয় সমস্যাও রাজনীতিবিদদের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে।

নাগরিক প্ল্যাটফর্মের সমন্বয়ক আনিসাতুর ফাতেমা ইউসুফ বলেছেন, নাগরিক ইশতেহার তৈরির কাজ এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় সিলেট এবং রাজশাহীর পর বরিশালের নাগরিকরা ভোটাভুটির মাধ্যমে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে সংযুক্ত করার জন্য নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেছেন।

বরিশাল মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, অতীতে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। তাই এই দুটি ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে।

মহানগর জামায়াতের সেক্রেটারি জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, পেশাজীবীদের নিয়মের মধ্যে আনতে হবে। কেউ আইনের উর্ধ্বে নয়।

আবা/এসআর/২৫

সংস্কার,লুটপাটতন্ত্র,বাস্তবায়ন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত